Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহআমানতে ১ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার ১

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১ কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণগুলো বহনের অভিযোগে রফিক উল্লাহ (৩৫) নামের বিমানের এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, গতকাল ২১ এপ্রিল দুপুরে দুবাই থেকে আসা এফ-২৫৫৮৯ ফ্লাইটের যাত্রী রফিক উল্লাহর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণগুলো তার কোমরের বেল্টের বকলেসে এবং সাথে থাকা ব্যাগে করে বহন করছিল। গোপন খবরে তার দেহ তল্লাশী চালিয়ে মোট ১ কেজি ৯ শত ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় যাত্রীটিকে আটক করে রবিবার রাতেই পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়।

Bootstrap Image Preview