Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় বোমা হামলা: ড্যানিশ ধনকুবেরের ৩ সন্তানের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় ড্যানিশ বিলিওনিয়ার ও স্কটল্যান্ডের সবচেয়ে বড় শিল্পপতি অ্যান্ডার্স হোল পওলসেনের তিন সন্তান প্রাণ হারিয়েছেন। চার সন্তানের মধ্যে তিনজনের এই মৃত্যুতে শোকাহত পওলসেন।

ব্রিটেনের ফ্যাশন ও কসমেটিক সামগ্রীর অন্যতম বড় কোম্পানি ‘আসস’র মালিক এবং জার্মান কোম্পানি জালান্দোরও অংশীদার পওলসেন যুক্তরাজ্যভুক্ত দেশ স্কটল্যান্ডে ব্যবসা করলেও ড্যানিশ নাগরিক। তার সন্তানরাও ড্যানিশ। 

পওলসেনের সন্তান ওই তিন ড্যানিশ নাগরিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বিবৃতি দিয়ে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে ওই তিন সন্তানের পরিচয় জানানো হয়নি। এই তিনজন বেড়াতে গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে।

৪৬ বছর বয়সী পওলসেন গ্লেনফেশিসহ ১২টি আবাসন প্রতিষ্ঠানের মালিক। গ্লেনফেশি প্রায় ২ লাখ ২০ হাজার একর জমির কোম্পানি।

স্ত্রী অ্যানেকে (৪০) নিয়ে এক সাক্ষাৎকারে পওলসেন বলেছিলেন, তাদের অর্জিত সম্পত্তি চার সন্তানের নামেই লিখে দিয়ে যাবেন।

রোববার (২১ এপ্রিল) কলম্বো ও এর আশপাশে তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলায় সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪শর বেশি মানুষ। নিহতদের মধ্যে বিদেশি রয়েছেন ৩৫ জনের বেশি.

Bootstrap Image Preview