Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় হামলা চালায় সাত আত্মঘাতী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় অন্তত সাত আত্মঘাতী সিরিজ বোমা হামলা চালায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

সূত্র জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কলম্বো থেকে ২০ মাইল উত্তরের শহর নেগোম্বোতে অবস্থিত সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রথম হামলাটি চালানো হয়। এরপর কলম্বোর সিনামন গ্র্যান্ড, সাংরি-লা এবং কিংসবারি হোটেল এবং  কলম্বোর বাইরের আরো দুটি চার্চে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার আট বোমা বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছে ২৯০ জন। এতে ৫০০ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, রবিবার (২১ এপ্রিল) ইস্টার সানডেতে  শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালানো হয়। প্রথম ছয়টি বিস্ফোরণ ঘটে রাজধানী কলম্বো এবং দুই শহরতলী নেগোম্বো ও বটিকলিয়ার তিন গির্জা এবং তিন হোটেলে। এ ছাড়া অন্য দুই শহরতলী দেহিওয়ালা এবং দিমাটাগোদায় ঘটে আরো দুই বোমা বিস্ফোরণ। 

এ ছাড়া বন্দরানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি উন্নতমানের বিস্ফোরক যন্ত্র উদ্ধার করা হয়। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল সেখানকার খ্রিষ্টান সম্প্রদায়।

Bootstrap Image Preview