Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয় দিয়ে বঙ্গমাতা গোল্ডকাপ শুরু বাংলাদেশের 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে  সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে বাংলার মেয়েদের শুভসূচনা। 

বাংলাদেশের হয়ে  দুটি  গোল করেছেন  সিরাত জাহান স্বপ্না ও  কৃষ্ণা রাণী সরকার।

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময়  রক্ষণভাগের খেলোয়াড় আখি খাতুন লম্বা পাসে বল বাড়িয়ে দেন আমিরাতের অর্ধে। সেখানে দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন স্বপ্না। এরপর দ্রুতবেগে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। সামনে থাকা গোলরক্ষকে পরাস্ত করে বল জালে পাঠান।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা। এ সময় কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক থেকে মনিকা চাকমার বাড়িয়ে দেওয়া বলে লাফিয়ে উঠে হেড নেন কৃষ্ণা। বল জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।

উল্লেখ্য, বঙ্গমাতা গোল্ডকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান।  ‘এ’ গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

Bootstrap Image Preview