Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক জামাল শেখের (৩৫) বিরুদ্ধে।

এ ব্যাপারে গতকাল সোমবার মুকসুদপুর থানায় ধর্ষণের চেষ্টা একটি মামলা দায়ের হয়েছে।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগে জানা যায়, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে বরইতলা গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ী ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফুস্লিয়ে পার্শ্ববর্তী ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়ীতে এসে অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা জানান, থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৬, তারিখ ২২-০৪-২০১৯। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

Bootstrap Image Preview