Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় জাতীয় শোক দিবস আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩১১ জনের প্রাণহানির ঘটনায় আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। নিহতদের স্মরণে সকালে তিন মিনিট নীরবতা পালন করেন লঙ্কান নাগরিকরা।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে দিবসটি পালনের ঘোষণা দেয় দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দেশটির জাতীয় পতাকা নমিত রাখা হয়। দেশটির নাগরিকেরা নিহতদের শ্রদ্ধা জানাতে তিন মিনিট নিরবতা পালন করেন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক।

এদিকে,ভয়াবহ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কান পুলিশ ইতিমধ্যে ২৪ জনকে আটক করেছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে কোন গুজব ও ভুয়া খবর যেন ছড়াতে না পারে সেজন্য দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ৩১১ জন নিহত ছাড়াও আরো পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।

 

Bootstrap Image Preview