Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে সেনবাগ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে সভা কক্ষে গিয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্য পরিদর্শক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় ও আর.এম.ও রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ৫নং অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, ডাক্তার গোলাম আযম। এ সময় অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ মাঠ পর্যায়ে সকল কর্মী উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview