Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে পুষ্টি সপ্তাহ শুরু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুরেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ পালিত হবে। 

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চাঃ দাঃ) ডা: মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মেডিকেল অফিসার ডাঃ মোছা. মাহামিম খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মোকছেদা খাতুন, জরুরী বিভাগের ইনচার্জ গোলাম মোর্তজা, আফজাল হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, শিশুর জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০%-এ উন্নীত করা, ৬ মাসের কম বয়সী শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০%-এ উন্নীত করা, ২০ থেকে ২৩ মাস বয়সী শিশুদের বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখার হার ৯৫% করা, ৬-২৩ মাস বয়সী শিশুদের ন্যূনতম গ্রহণযোগ্য খাবার গ্রহণের হার বাড়িয়ে ৪০%-এর বেশি করা, কম জন্ম ওজনের হার কমিয়ে ১৬% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কৃশকায়তার হার কমিয়ে ৮% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কম ওজনের হার কমিয়ে ১৫% করা, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে ১%-এর নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Bootstrap Image Preview