Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গরুর মূত্র খেয়ে ব্রেস্ট ক্যান্সার ‘ভালো হয়েছে’ বিজেপি নেত্রীর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফের গো-মূত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভোপাল কেন্দ্রের বিজেপির নারীপ্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তিনি দাবি করেন গো-মূত্র থেকে তার ক্যান্সার নিরাময় হয়েছে। 

সোমবার (২২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

এছাড়া বিজেপি প্রার্থীর দাবি, বর্তমানে গরুকে গুরুত্ব দেয়া হচ্ছে না। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সাধ্বী।

এসময় তিনি বলেছেন, গো-মূত্র অমৃত সমান। আমি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ছিলাম যা নিজেই নিরাময় করতে সক্ষম হয়েছি। গো-মূত্র এবং পঞ্চগভ্য মিশ্রণে তৈরি আয়ুর্বেদিক ওষুধে আমার ক্যানসার সেরে গেছে।

এছাড়া তিনি দাবি করেছেন, গরুর পেছন থেকে সামনে পর্যন্ত হাত দিয়ে আদর করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। উল্টো করলে শরীর অস্থির হয়ে যাবে।

এর কয়েকদিন আগে বাবরি মসজিদ নিয়ে বেফাঁস মন্তব্য করে এই নেত্রী বলেন, বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে তার মাথায় চড়েছিলাম।

Bootstrap Image Preview