শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত এবং আহত পাঁচশতাধিক। দেশটির সরকার হামলায় দায়ী করছে ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) নামের স্থানীয় এক উগ্রপন্থি সংগঠনকে। যদিও এরইমধ্যে জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে এনটিজে শ্রীলঙ্কায় আরও হামলা চালাবে বলে দাবি করছে ভারতের নিরাপত্তা সংস্থা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ভারতের ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, জাল আল-কুইতাল ইলিয়াস রিলওয়ান মারজাগ পরিচালিত এনটিজে’র সদস্যরা শ্রীলঙ্কায় আরও হামলা করবে বলে ভারতের নিরাপত্তা সংস্থা দেশটিকে আগে থেকেই সতর্কবার্তা দিয়েছে।
ভারতের নিরাপত্তা সংস্থার দাবি, এনটিজে’র প্রধান জাহরান হাশিমের শ্যালক নওফর মৌলভি সম্প্রতি কাতার থেকে শ্রীলঙ্কায় ফিরে সংগঠনের দায়িত্ব নিয়েছেন।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার গির্জা ও হোটেলে ভয়াবহ হামলায় এনটিজে’র নাম এলেও সংগঠনটি খুবই কম পরিচিত। তবে, তারা ইসলামিক স্টেটের (আইএস) অনুসারি এবং সংগঠনটির সঙ্গে তাদের নেতাদের সরাসরি যোগাযোগ রয়েছে।
প্রসঙ্গত, রবিবার ইস্টার সানডের দিনে সকাল বেলা শ্রীলঙ্কাজুড়ে সিরিজ বোমা হামলা হয়। এতে ৩২১ জন নিহত ও আরো পাঁচ শতাধিক মানুষ আহত হন। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার জাতীয় শোকের পাশাপাশি হামলায় নিহতদের গণ শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
হামলার ১০ দিন আগে দেশটির গোয়েন্দা বাহিনী চরমপন্থী ইসলামি একটি গোষ্ঠীর সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দিলেও কোনো আগাম ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে দেশটির ভেতরেই ক্ষমতাসীন সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে।
এদিকে, হামলার একদিন পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শ্রীলঙ্কায় হামলা চালিয়ে ৩২১ জনকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।