শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ ৮ জনের ছবি প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী ৭ জন হামলাকারী ছবিতে থাকা ব্যক্তিরা।
মঙ্গলবার আমাক নিউজ অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। হামলার পর আইএসের ‘যোদ্ধা’রা এখন উল্লাস করছে।
এরপরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।
কিন্তু তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া রয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।
রবিবারের হামলায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানি ঘটেছে। আইএস আগের বিবৃতিতে জানিয়েছে, হামলার টার্গেট ছিল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।
শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের দাবি, দেশের ইসলামী দু’টি চরমপন্থী দল হামলার পেছনে রয়েছে। বিদেশি জঙ্গিদের সঙ্গে তাদের যোগসাজশ থাকতে পারে।