Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ শাহরিয়ার রহমান সৈকত, মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক সাদৎ-আল হারুন।

সাধারণ সভায় মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠিত হয় এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ ৫মে নির্ধারণ করা হয়।

এছাড়া নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ গোলাম মওলা এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান মনির দায়িত্ব পালন করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি: মোহাঃ তৌহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, হিসাব শাখার পরিচালক এ.কে.এস.এম তোফাজ্জল হক, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মোঃ আবু তালেব, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক মোঃ মোস্তফা কামাল, সকল অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

Bootstrap Image Preview