Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৈয়দপুরে ১৫ জুয়াড়ি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের পুরাতন মুন্সিপাড়ার একটি বাড়ি থেকে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩এপ্রিল) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে

এর আগে সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলো, সোহেল (৩২), হামিদুল (৫২), আকবর (৩৬), নুর ইসলাম (৪৩), আজিজুল ইসলাম (৫১), আব্দুর রাজ্জাক (৩৬), কামাল হোসেন (৪৩), সাদেক (২০), নুরুজ্জামান (৩৫) , কাল্লু (৪২), নুরুল হুদা (৩০), স্বপন (৩৭), মনির খান (৫৫), সেকেন্দার (৪৫),সিকান্দার আলী (৬০)।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বাড়িতে জুয়ার আসর বসতো। এলাকাবাসীর অভিযোগে ঘটনাটি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview