Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬ দিনেও গ্রেফতার হয়নি রতন হত্যা মামলার আসামি, নিরাপত্তাহীনতায় পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি প্রকাশ্যে কৃষক রতনকে কুপিয়ে হত্যার মূল আসামিরা। অপরদিকে আসামি পক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিহতের স্বজনরা।

তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পরও আসামি গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিহতের পরিবার। শৈলকুপায় থানায় নিহতের পিতা রায়হান মন্ডল বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মামলা দায়েরের পর আসামিরা বিভিন্ন মাধ্যমে তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরী করেছেন তারা। আসামি পক্ষ প্রভাবশালী হওয়ায় গ্রেফতার করছে না পুলিশ বলে অভিযোগ তাদের।

নিহতের পিতা রায়হান মন্ডল অভিযোগ করেন, প্রকাশ্যে জাহাঙ্গীর তার ছেলে কুপিয়ে হত্যা করেছে। যা সবাই দেখেছে। থানায় মামলা করা হলেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। উল্টো বিভিন্ন মাধ্যমে আসামিরা তাদের হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান কথা বলতে রাজি হননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বলেন, ঘটনার পর আসামিরা গাঁ ঢাকা দিয়েছে, মোবাইল টেকনোলজি ব্যবহার করে দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামের কৃষক রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
 

Bootstrap Image Preview