Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে পড়াশোনার আহ্বান মাশরাফির 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কী? তা জানার পরামর্শ দিলেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ বৃহস্পতিবার নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এ পরামর্শ দেন মাশরাফি।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মাশরাফি বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কী ছিলেন, তিনি কী করেছেন সে সর্ম্পকে জানতে পারবেন, আমি বিশ্বাস করি নড়াইলের প্রতিটি স্কুলে এ রকম উদ্যোগ নেয়া হবে। শিক্ষকরা এই শিক্ষা গুলি যদি স্কুল থেকে দিয়ে দেন তাহলে আমার বিশ্বাস সবাই সততার সঙ্গে বড় হবে।’

দুই একদিনের মধ্যেই নড়াইল থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন মাশরাফি। প্রস্তুতি নিয়ে ২ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে তার বিশ্বকাপ দল। সেখাতে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে বিশ্বকাপের শেষ প্রস্তুতি নেবে তারা।

Bootstrap Image Preview