Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকায় বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ কমল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


সাধারণত কোনো হামলা বা দুর্যোগের পর নিহতের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু শ্রীলঙ্কায় উল্টোটাই হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রবিবারের হামলায় প্রায় ২৫৩ জন নিহত হয়েছে। 

এ ঘোষণার ফলে নিহতের সংখ্যা আগের চেয়ে ১০০-র বেশি কমে গেলো। এর আগে ওই হামলায় ৩৫৯ জন নিহত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিলো।

এ সম্পর্কে মন্ত্রণালয় বলছে, আগে গণনা করতে ভুল হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে গিয়েছিলো।

রবিবার আত্মঘাতী বোমা হামলাকারীরা কলম্বো এলাকার ৩টি হোটেল ও ৪টি গির্জায় এবং পূর্বাঞ্চলে বাত্তিকালোয়া শহরে হামলা চালায়। এ ঘটনায় আরো ৫ শতাধিক মানুষ আহত হয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কার নাগরিক। তবে হতাহতের মধ্যে বেশ কিছু বিদেশিও রয়েছে বলে কর্মকর্তারা জানান। আত্মঘাতী হামলাকারীর সংখ্যা নয় জন বলে সন্দেহ করা হচ্ছে। এদের একজন নারী। একজন হামলাকারী যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে বলে জানা গেছে।

এদিকে হামলার জের ধরে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব। গোয়েন্দা তথ্য সংশ্লিষ্টদের জানানোর ক্ষেত্রে ব্যর্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পরামর্শেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেশটির সিনিয়র যাজক ফাদার এডমন্ড তিলেকারত্নে।

অন্যদিকে শ্রীলঙ্কার মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী এম এইচ আব্দুল হালিম এক জরুরি বার্তায় দেশটির মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন, জুমার নামাজ আদায়ের জন্য তারা যেন শুক্রবার মসজিদে না যান। তারা যেন বাসাতেই নামাজ আদায় করেন।

Bootstrap Image Preview