Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে বৃহত্তর ঢাকা এসোসিয়েশনের তাফসীর মাহফিল ২৯ এপ্রিল

কবির আল মাহমুদ, স্পেন (মাদ্রিদ) :
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


স্পেনের মাদ্রিদে ‘বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেন’ এর সার্বিক সহযোগিতায় ও বাইতুল মোকারম বাংলাদেশ মসজিদের উদ্যোগে বায়তুল মোকারম মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (২৯ এপ্রিল) বৃহত্তর ঢাকা বাসীর সংগঠনে এ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিল পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কানাডার টরোন্টো জামে মসজিদের এমাম ও খতিব মাওলানা আসলাম উদ্দিন আল আজহারী।

এছাড়া ইউরোপ ও স্পেনের বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ তাফসীর পেশ করবেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন- বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সোহেল ভূঁইয়া ও পরিচালনা কমিটির পক্ষ থেকে মাহফিলে সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।

Bootstrap Image Preview