সংসদ অধিবেশনে ‘মাতামুহুরী উপজেলা’ নামের নতুন একটি উপজেলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম।
বৃহস্পতিবার (২৫ শে এপ্রিল) মহান জাতীয় সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্বে ৭টি ইউনিয়নের সমন্বয়ে 'মাতামুহুরী উপজেলা' এই দাবি জানান তিনি।
নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে এই জনপদে প্রশাসনিক কার্মকাণ্ডে সুবিধা ও উন্নয়ন তরান্বিত হবে। এই বিষয়টি এমপি মহোদয়ের নির্বাচনী ইশতেহারের প্রথম ভাগেই ছিল। তিনি একে একে ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন।
চকরিয়া উপজেলা হচ্ছে অনেক বড় ও পুরাতন উপজেলা। এ উপজেলা ২৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সমন্বয়ে গঠিত। বিগত চারদলীয়জোট সরকারের আমলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়াকে চকরিয়ায় আমন্ত্রণের মাধ্যমে পেকুয়াকে উপজেলা হিসেবে রুপান্তর করে। চকরিয়া উপজেলা থেকে ৭ টি ইউনিয়নকে আলাদা করে পেকুয়াকে উপজেলা হিসেবে রুপান্তর করে। ফলে চকরিয়া উপজেলায় ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে।
মাতামুহুরি বাসীর জোরালো দাবি, মাতামুহুরিকে প্রশাসনিক উপজেলা রুপান্তর করা।
প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জাফর আলম নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, তিনি বিজয় হতে পারলে মাতামুহুরিকে উপজেলা হিসেবে রুপান্তর করবেন। এটা তার নির্বাচনী ইশতেহারে প্রথম দফা ছিল। সে হিসেবে ২৫ শে এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে মাতামুহুরিকে উপজেলা হিসেবে রুপান্তর করার প্রস্তাব রাখেন। মাতামুহুরি অঞ্চলে ৭ ইউনিয়ন রয়েছে। মাতামুহুরি উপজেলা হলে ফলে চকরিয়া উপজেলা থেকে আরও ৭ টি ইউনিয়ন কমে যাবে।