Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে রাস্তা দখলের প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


বন্দরনগরী বেনাপোলে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে বন্দর কর্তৃপক্ষের নির্মাণ কাজের প্রতিবাদে ঝাটা মিছিল করেছে স্থানীয় নারীরা। 

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনালের পিছনে বসবাসকারী নারীরা এই প্রতিবাদ জানায়।

স্থানীয় পৌর কমিশনার আব্দুল জব্বার জানান, যাত্রী টার্মিনালের পিছনে প্রায় ২৫টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্দর কর্তৃপক্ষ বন্ধ করে করে ভবন নির্মাণ কাজ শুরু করে। এতে অবরুদ্ধ হয়ে আটকা পড়ে সবাই। বিষয়টি নিয়ে অবরুদ্ধ মানুষেরা বন্দর পরিচালকের বরাবর আবেদন জানায়। কিন্তু তারা অসহায় মানুষগুলোর যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না করে নির্মাণ কাজ শুরু করে দেয়। এতে প্রতিবাদ জানিয়ে নারীরা কাজ বন্ধ করতে ঝাটা মিছিল করে।

স্থানীয় বাসিন্দা চৌধুরী সুপার মার্কেটের মালিক দুলাল চৌধুরী জানান, নিয়ম রয়েছে স্থায়ী কোন নির্মাণ কাজ করতে গেলে নির্দিষ্ট পরিমানে জায়গা ছেড়ে কাজ করতে হবে। কিন্তু বন্দরের লোকজন জোরপূর্বক তার বাড়ির সীমানা ঘেষে কাজ শুরু করেছে। বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও তারা শুনছেন না।

অবরুদ্ধ গ্রামবাসীর পক্ষে আশাদুজ্জামান আশা বলেন, বন্দর কর্তৃপক্ষের মানবতাহীন কাজের কারণে তাদের বাড়ির লোকজনের দুই দিন ধরে বাড়ি থেকে বাইরে যাতায়াত বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বন্দরের ইঞ্জিনিয়ার রেজাউল জানান, বন্দর কর্তৃপক্ষের নির্দেশে তারা নির্মাণ কাজ শুরু করেছেন। গ্রামবাসী চলাচল করতে না পারলে তাদের কিছু করার নেই।

Bootstrap Image Preview