Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় আরো ভয়াবহ হামলা হতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:২৩ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় আরো সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। বৃহস্পতিবার এমন সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের এ দ্বীপ রাষ্ট্র সফরের ব্যাপারে সাবধান করে দিয়েছে।’

ইস্টার সানডেকে কেন্দ্র করে চালানো বোমা হামলায় ৩৫৯ জন নিহত হওয়ার পর তারা এমন সতর্ক বার্তা জারি করলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ ভ্রমণ পরামর্শ বার্তায় সতর্ক করে বলেছে, ‘সন্ত্রাসীরা শ্রীলংকায় আবারো হামলা চালাতে পারে।’

তারা জানায়, শ্রীলংকায় ফের উপর্যপুরি হামলা হতে পারে। এসব হামলার স্থানের মধ্যে বিদেশিরা সফর করে এমন বিভিন্ন স্থানও রয়েছে।

এক্ষেত্রে একেবারে জরুরি প্রয়োজন না থাকলে শ্রীলংকা সফর করা থেকে বিরত থাকতে অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা হামলার ঘটনার পর থেকে ব্রিটেন, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারির পর ক্যানবেরা এ সতর্কতা জারি করলো।

Bootstrap Image Preview