Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিক গ্রেফতার

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:২৬ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৪:২৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


কুমিল্লার দেবীদ্বার থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জান্নাতুল বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার সাইচাপাড়া এলাকা থেকে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ারের নেতৃত্বে এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) উদ্দিন জানান, জান্নাতুল বেগমের বিরুদ্ধে ২০১৪ সালে ফেনীতে অপহরণ মামলা দায়ের করা হয়। ঐ মামলায় ২০১০ সালে আদালত ১৪ বছরের সাজা প্রদান করেন। সে দীর্ঘদিন পলাতক ছিল। তাকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview