Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রী উত্যক্ত করায় যুবলীগ নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে সৈয়দপুর উপজেলা শাখার জীবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু বিন আজাদ শাওনের বিরুদ্ধে নীলফামারীর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় শাওনকে যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক কমিটি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক দিল নেওয়াজ খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রী তাদের সহপাঠি বন্ধুকে নিয়ে গত ১৯ মার্চ বিকেলে রাউটার কেনার জন্য সৈয়দপুর প্লাজায় আসে। এ সময় যুবলীগ নেতা শাওন ওই ছাত্রীদের উত্যক্ত করলে সহপাঠি বন্ধুটি এর প্রতিবাদ করায় তাকে লাঞ্চিত করে।

এরপর ওই নেতা প্রায়দিনই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সামনে গিয়ে তাদেরকে উত্যক্ত করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন উত্যক্তের শিকার ওই ছাত্রীরা।

এ ঘটনায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার নাসির উদ্দিন বাদী হয়ে সৈয়দপুর থানায় আবু বিন আজাদ শাওনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজাহান যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

যুবলীগ সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক দিল নেওয়াজ খান জানান, বিভিন্ন অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু বিন আজাদ শাওনকে গত বুধবার (২৪ এপ্রিল) কমিটির সভায় সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Bootstrap Image Preview