Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার আত্মার মাগফিরাতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের পিতা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল খালেক শেখের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বি‌কা‌লে রাজধানীর ২৪ বেইলী রোড়ে মন্ত্রীর সরকারি বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শার‌মিন চৌধুরী, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সরকারের মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট আইনজীবীগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং মাননীয় মন্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর পিতা মরহুম মোঃ আব্দুল খালেক শেখ গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

Bootstrap Image Preview