আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফেসবুকের কারণে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। দাম্পত্য জীবনে দেখা দিচ্ছে নানা রকম কলহ।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (২৬ এপ্রিল) চার মহিলা সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২০১৭ সালে ৯০ ভাগ বিবাহ বিচ্ছেদের কারণ ফেসবুক উল্লেখ করে হানিফ বলেন, ছেলেমেয়েরা এখন সারাক্ষণ মোবাইল, ফেসবুক নিয়ে পড়ে থাকে। যার কারণে তাদের মধ্যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। ছেলেমেয়েরা বিপথে চলে যাচ্ছে।
এ সময় আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিভাবকদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। আহ্বান জানান সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার।
অনুষ্ঠানে মহিলা সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা, নার্গিস রহমান, শবনম শিলা, জিন্নাতুল বাকিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খাতুন প্রমুখ।