Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফির সেই ছবিটি এবার বদলে গেল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:১১ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফির সেই ছবিটি এবার বদলে গেল ফটোশপে। নতুন এই ছবিতে দেখা যাচ্ছে, মাশরাফির চেহারায় অন্য এক নেতার মুখ। পাশে প্রধানমন্ত্রীসহ বাকিরা সবাই উপস্থিত রয়েছেন। সেই ছবিটি আবার ফেসবুকেও পোস্ট করা হয়।

এরপরই ছবিটির সত্যতা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

প্রধানমন্ত্রীর এই ছবির সঙ্গে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। সেই ছবি মো. নজরুল ইসলাম বেপারী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা গত বুধবার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন।

মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বেপারী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মায়ের কাছে সন্তান যেমন আদরের, তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আদরের হচ্ছেন আশরাফুর রহমান।’

ছবিটি ফেসবুকে পোস্ট হওয়ার পর দ্রুত ছড়িয়ে তা পড়ে। শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিটি ঠিক কি না, সেটা যাচাই-বাছাই করতে গিয়ে দেখা যায়, যেখানে আশরাফুর রহমানকে দেখা যাচ্ছে সেখানে আসলে মাশরাফি ছিলেন। তিনি একাদশ সংসদ নির্বাচনের আগে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ছবিটি তোলেন। পরে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর তারেক প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফির ছবিটি ফেসবুকে পোস্ট করে এই ঘটনার নিন্দা জানান।

পরে বিষয়টি জানতে পেরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুকে আরেকটি পোস্ট দেন নজরুল ইসলাম বেপারী। এ নিয়ে তিনি বলেন, ‘একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পেয়েছিলাম আমি। তবে কোন আইডি থেকে ছবিটি পেয়েছি, সেটা মনে করতে পারছি না। আমার মনে হয়েছিল, ছবিটি ঠিক আছে। বোঝার উপায় ছিল না যে, ছবিটি ফটোশপ করা। যে কারণেই ফেসবুকে দিয়েছিলাম।’

মাশরাফির চেহারায় যার মুখ বসানো হয়েছে, সেই আশরাফুর রহমান এই ঘটনা শোনার পর ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। তবে কে বা কারা এই কাজটি করেছেন সেটা এখনো জানা যায়নি।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের নিন্দনীয় কাজ কে করেছেন, তাকে চিহ্নিত করা যায়নি। শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, এই ছবিটি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে।

Bootstrap Image Preview