Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে পাচারকালে ২২০ বোতল ফেনসিডিল জব্দ

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫০ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫০ PM

bdmorning Image Preview
মাদকের সাথে দাঁড়িয়ে আছেন পুলিশ


হিলিতে অবৈধভাবে ভারত থেকে দেশে পাচারের সময় ২২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সাতকুড়ি এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন মাদক পাচারকারী দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহানুর ইসলাম ও এএসআই রাজু সাতকুড়ি নামক স্থানে ওত পেতে থাকে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৪টি কাটুন ফেলে পালিয়ে যায়। পরে ঐ ৪টি কাটুন থেকে ২২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview