Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণ’ করলো অস্ট্রেলিয়া!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


বিড়ালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া! ২০২০ সালের মধ্যে প্রায় ২০ লাখ বিড়াল হত্যার পরিকল্পনা করেছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দেশটিতে প্রায় ২০ থেকে ৬০ লাখ বিড়াল আছে যাদের কোনো মালিকানা নেই। এই বেওয়ারিশ বিড়ালগুলোর হাত থেকে রক্ষা পেতে ২০২০ সালের মধ্যে অস্ট্রেলিয়া প্রায় ২০ লাখ বিড়াল হত্যার পরিকল্পনা করেছে।

অস্ট্রেলিয়ার পরিবেশ ও জ্বালানি বিভাগ জানায়, এই বিড়ালগুলো প্রতিদিন প্রায় ১০ লাখ পাখি ও ১৭ লাখ সরীসৃপ হত্যা করছে। ইঁদুর ও খরগোশের মতো অন্যান্য প্রজাতিও বিড়ালের হুমকিতে আছে।

পরিবেশ ও জ্বালানি বিভাগের মুখপাত্র অ্যান্ড্রিউস বলেন, বিড়ালগুলো এজন্য ধ্বংস করা হচ্ছে না যে, আমরা এগুলো পছন্দ করি না, বরং অন্যান্য প্রজাতি রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে।

Bootstrap Image Preview