Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনাগাজীর সেই মাদ্রাসার ৬ শিক্ষার্থী বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview


ফেনীর আলোচিত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম (এইচএসসি) পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনে দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নাসরীন আক্তার তাদের বহিষ্কার করেন। 

সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব নূরুল আফছার ফারুক জানান, শনিবার আলিমের (এইচএসসি)  বালাগাত মান্তিক (যুক্তিবিদ্যা) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আক্তার।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার চারজন ও বখতারমুন্সি ফাজিল মাদ্রাসার দুইজন শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নবনির্বাচিত এডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী।

Bootstrap Image Preview