Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview


আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৪-১ গোলের বিশাল ব্যবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে দুদলের মধ্যকার ম্যাচটি শুরু হয়।

রাবি ফুটবল দলের পক্ষে শান্ত, আলফ্রেড, নোমান ও সুমেত একটি করে গোল করেন। যবিপ্রবি পক্ষে একমাত্র গোলটি করেন শাহীন। 

খেলার দ্বিতীয়ার্ধে দু’দলের মধ্যে কিছুটা উত্তেজনা শুরু হয়। মাঠের বাইরে থাকা দর্শকের উস্কানিমূলক কথাবার্তা এবং অবৈধভাবে মাঠে দর্শক প্রবেশ করার অভিযোগ তুলে যবিপ্রবির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠের ভেতর থেকে দর্শকদের বের করে দিলে স্বাভাবিকভাবে খেলা শেষ হয়।

মাঠ ত্যাগের বিষয়ে যবিপ্রবি ফুটবল দলের ম্যানেজার জানান, আমাদের দলের খেলোয়াড়দের ভুল বোঝাবুঝির কারণে তারা মাঠ ত্যাগ করেছিল। তবে খেলার মধ্যে দর্শকরা উত্তেজিত হবে এটা স্বাভাবিক কিন্ত দর্শকদের আরও সহনশীল হওয়া উচিত ছিলো। তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। তবে অন্যান্য ভেন্যুর চাইতে এখানে সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে। 

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাবি ফুটবল দলের শান্ত এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন যবিপ্রবি ফুটবল দলের খেলোয়াড় পুষ্পক বৈরাগী।

খেলা শেষে দুই ফাইনালিস্ট ও তৃতীয় এবং চতুর্থ হওয়া দলকে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

এসময় উপ-উপাচার্যদ্বয় খেলার উত্তেজনা ভুলে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়। এতে ৪টি গ্রুপে মোট ১৮ বিশ্ববিদ্যালয় ফুটবল দল অংশগ্রহণ করে।

Bootstrap Image Preview