Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামায়াত সংস্কারপন্থিদের নতুন রাজনৈতিক মঞ্চ নিয়ে সতর্ক থাকতে হবে: নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতাদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক মঞ্চ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রবিবার দুপুরে জোটের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জামায়েত ভেঙ্গে নতুন রাজনৈতিক শক্তিকে কিভাবে দেখছে ১৪ দল এমন এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “তাদের নতুন যে মঞ্চ গঠিত হয়েছে সেটা আমরা দেখেছি। “এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের প্রাক্তন নেতারা। শিবিরের ইতিহাস খারাপ ইতিহাস, ঘৃন্য, জগন্ন ইতিহাস।”

“আমরা ১৪ দলের পক্ষ থেকে বলতে চাই, দেশের সকল মানুষকে এদের এই মঞ্চ থেকে সতর্ক থাকতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহীনিকে বলবো আপনারা এদের নজরে রাখুন, সতর্ক থাকুন।এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

দলের স্বিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ায় বিএনপির রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন ১৪ দলের মুখপাত্র। তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে কতটা ব্যর্থ হলে নিসজেদের দেওয়া মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচনের পর দলের স্বিদ্ধান্তের বাইরে যায়। আসলে বিএনপি যে একটা ব্যর্থ রাজনৈতিক দল সেটা আবারও প্রমানিত হয়েছে।”

বিশ্বব্যাপি জঙ্গি তৎপরতার প্রতিবাদে ১৪ দল শান্তি সমাবেশের ডাক দিয়েছে। ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “বিশ্বব্যাপি জঙ্গি তৎপরতার প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করবো। আগামী ৩০ এপ্রিল বঙ্গবন্ধ এভিনউয়ে চৌদ্দ দল শান্তি সমাবেশ করবে।”

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দলের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন সহ কেন্দ্রীয় চৌদ্দ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview