Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 'কোরআন' প্রতিযোগিতায় মাশরাফি কন্যা  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২০ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


২০১১ সালের ১৮ মার্চ  জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক  মাশরাফি বিন মর্তুজা   ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মুর্তজা। 

দেখতে দেখতে সেই ছোট্ট হুমায়রা এখন বড় হয়ে গিয়েছে। একমাত্র আদরের মেয়েকে কোরআনের  শিক্ষায় আলোকিত করে তুলছেন বাবা মাশরাফি।

শুধু তাই নয়, ইতোমধ্যেই ‘কোরআনিক ভয়েস’  প্রতিযোগিতায় অংশ নিয়েছে ছোট্ট হুমায়রা। ‘কোরআনিক ভয়েস’ প্রতিযোগিতায় মেয়ের  অংশ নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি নিজেই।

বরাবরের মতো এবারও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করে আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। আহলুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুরআন পাঠ করতে দেখা গেছে মাশরাফি-কন্যাকে। কুরআন পাঠ শেষে মাশরাফি-কন্যার  প্রশংসা করেন অনুষ্ঠানের সঞ্চালক।

Bootstrap Image Preview