মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
আজ রবিরাব পৃথকভাবে বন্ধুসভা ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান।
এ দিন বেলা সাড়ে ১১টায় নুসরাত হত্যার দ্রুত বিচার, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগের সামনে মৌন মানববন্ধন করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য কয়েকটিতে ‘বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণের অন্যতম কারণ, হোক প্রতিরোধ হোক প্রতিবাদ ধর্ষণ নিপাত যাক, ধর্ষণ আর নির্যাতনে আর কত লাশ হবে জমা? প্রতিবাদ করলে যদি মৃত্যু হবে নারী তাহলে কোথায় যাবে’ লেখা প্রদর্শন করেন। কর্মসূচির এক পর্যায়ে মাদ্রাসার সেই অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার পুত্তলিকায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে ধরে রাখে দু’জন শিক্ষার্থী।
এ সময় বিভাগের শিক্ষক মো. আশরাফুজ্জামান, তানজিমা জোহরা হাবিব, জিএম আব্দুল ওহাবসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি শাখা বন্ধুসভা মানববন্ধন করে।
এ সময় বক্তারা বলেন, একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু এসবের কোনো বিচার হচ্ছে না। নারীর প্রতি সহিংসতা বন্ধ না হওয়ার জন্য বিচারহীনতার অন্যতম কারণ।
তারা আরও বলেন, এসব ঘটনার বিচারের দাবিতে বারবার রাস্তায় দাঁড়া খুবই দুঃখজনক। বিচার হলে আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। বিচারহীনতার সংস্কৃতি ও দায়ী ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয় বন্ধ করতে হবে। আমাদের সবাইকে নিজের জায়গা থেকে এসব পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে। সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে।
রাবি বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে সাবেক সভাপতি মোশাররফ হোসেন সঞ্চালনা করেন। এ সময় সহ-সভাপতি মহুয়া মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির, সাবেক উপ-সাংগঠনিক সম্পাদক আরাফাত শাহীন, বিনীতা বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।