Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রমজানে ছোলা, চিনি, তেল, আটার দাম জানালেন ব্যবসায়ীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:০৯ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৮:০৯ PM

bdmorning Image Preview


কয়েকদিন পর শুরু হবে মাহে্ রমজান। আসন্ন রমজানে ছোলা, চিনি, তেল, আটা, ডালসহ প্রয়োজনীয় পণ্যের দাম কেমন হবে তা জানিয়েছেন।

রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব জানান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, এবার আমাদের রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। যা দিয়ে আমরা আমাদের আসন্ন রমজানের পর পূজায়ও সরবরাহ করতে পারব। সুতরাং আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য- বিশেষ করে ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও আটাসহ খাদ্যদ্রব্যের মূল্য গত বছরের তুলনায় এ বছর বাড়বে না।

তিনি বলেন, এসব দ্রব্যের মূল্য গত বছরের তুলনায় কিছুটা কম মূল্যে হলেও আমরা আমাদের নাগরিকদের হাতে পৌঁছে দেব।

খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ডিএসসিসির আওতাধীন এবং জনবহুল এলাকার কাঁচাবাজারে পণ্যের দাম যাতে লাগামহীন না হয়, সে জন্য বাজারগুলো মনিটরিংয়ের আওতায় আনা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্য দিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যাতে পর্যাপ্ত মজুত থাকার পরও খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য ডিএসসিসি 'শূন্য সহিষ্ণুতা নীতি' অবলম্বন করবে।

এরপর সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, রমজানে ছোলার পাইকারি মূল্য থাকবে ৭০-৭৬ টাকা এবং খুচরা মূল্য ৭৪-৮০ টাকা। চিনির পাইকারি মূল্য ৪৯ টাকা ৪০ থেকে ৪৯ টাকা ৬০ পয়সা এবং খুচরা মূল্য ৫২ টাকা। মসুর ডাল পাইকারি মূল্য ৮৫-৮৮ টাকা এবং খুচরা মূল্য ৮৯-৯২ টাকা। সয়াবিন তেল (খোলা) প্রতি লিটার পাইকারি মূল্য ৭৩-৭৮ টাকা এবং খুচরা মূল্য ৭৭-৭৮ টাকা। আটা (খোলা) পাইকারি ২২-২৩ টাকা এবং খুচরা ২৩-২৪ টাকা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে বিভিন্ন প্রকারভেদে ছোলা বিক্রি হয়। যেগুলো দেখতে একেবারেই পরিষ্কার সেগুলো ৯০-৯৫ টাকা ধরে বিক্রি হয়। যার ক্রেতার সংখ্যা ৫-৭ শতাংশ। কিন্তু যেসব ছোলা নরমাল বা দেখতে একটু কালচে সেগুলো পাইকারি ও খুচরা ভেদে ৫৫-৬২ টাকা বিক্রি হয়।

‘একইভাবে তেল ও মসুর ডালের ক্ষেত্রেও তা বিদ্যমান। তাই বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি বিষয়টি বলার আগে অবশ্যই আপনাদের (ক্রেতাসাধারণ) দেখতে হবে যে কোন দ্রব্যটির দাম কী। এ জন্য আপনারা মূল্য তালিকা সংগ্রহ করতে পারেন’।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেম ও বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রমুখ।

Bootstrap Image Preview