Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংর্ঘষে সুজাদ আলী (৩৫), নুরাই মিয়া (৪৫), আবদুর রহিম (৩৮), বশর মিয়াসহ (৪৫) উভয়পক্ষের ৮ ব্যক্তি আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত সুজাদ আলী, নুরাই মিয়া ও আব্দুর রহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সিংচাপইড় গ্রামের মুসলিম আলীর পুত্র শামসুল ইসলাম ও একই গ্রামের মৃত আকরম আলীর পুত্র সুজাদ আলী পক্ষদ্বয়ের মধ্যে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।

Bootstrap Image Preview