Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিলেটের গোলাপগঞ্জের পূর্ব ফাজিলপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পূর্ব ফাজিলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ পূর্ব ফাজিলপুর গ্রামের প্রবাসী তাজিম উদ্দিনের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আব্দুল্লাহ তাদের ঘরের পাশে থাকা একটি পুকুরে খেলতে গিয়ে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে ঘরে না দেখে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে এই পুকুরে আব্দুল্লাহ কে ভেসে উঠতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচাতো ভাই মাজেদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পিতা বিদেশ থেকে আসার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

Bootstrap Image Preview