Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:২২ AM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:২২ AM

bdmorning Image Preview


রাজধানীর মোহাম্মদপুরে বসিলা এলাকায় মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। ভিতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়েছে।

বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব বাড়িটি ঘিরে রেখেছে। ভিতরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভিতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানানো হচ্ছে। এটি একটি একতলা টিনশেডের বাড়ি। এতে চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে যাচ্ছে।

Bootstrap Image Preview