রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে মেট্রো হাউজিংয়ের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
এদিকে বাসাটি ঘিরে ফেলার পর আশেপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকার ও বাড়ির পাশের মসজিদের ইমামকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ সোমবার ভোরে র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ এবং সকাল পৌনে ৮টায় র্যাব মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান।
র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, ‘আমরা বাসাটি ঘিরে রেখেছি। ভেতরে একবার বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’
ভেতরে একাধিক ব্যক্তি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, জঙ্গি আস্তানা থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে রাতে আমাদের পেট্রল টিম যায়। সেসময় বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি করেছি।’
আশিক বিল্লাহ জানান, ভোররাতে বাসার ভেতরে ককটেল বিস্ফোরণ হয়। কিছু সময় পর বড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে র্যাব মিডিয়া উইং-এর পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে আমরা নিশ্চিত নই। র্যাবের স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড পৌঁছালে পরবর্তী কার্যক্রম শুরু হবে।’