Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চালু হল ট্রেনের টিকিট কাটার অ্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চালু হল ট্রেনের টিকিট কাটার সমন্বিত অ্যাপ ‘রেলসেবা’। কমলাপুর রেলওয়ে স্টেশনে রবিবার বিকালে একটি টিকিট কেটে এর উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। 

এ সময় তিনি বলেন, এখন থেকে যাত্রীরা কোনো কষ্ট ছাড়াই ৫০ শতাংশ টিকিট ঘরে বসেই এ অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন। পবিত্র ঈদে যাত্রীদের সুবিধার্থে কমলাপুরের বাইরে রাজধানীর ৫ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

জানা যায়, এ অ্যাপ  দিয়ে ৫শ’ যাত্রী একই সময়ে টিকিট কাটতে পারবেন। ঘণ্টায় ১৫ হাজার টিকিট বিক্রি করার সক্ষমতা রয়েছে এর। প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেলসেবা অ্যাপ নিবন্ধন করা যাবে। প্রতিদিন দুই বারে চারটি করে ৮টি পর্যন্ত আসনের টিকিট কাটতে পারবে যে কেউ।

সব আন্তঃনগর ট্রেনের টিকিট কাটা ছাড়াও এ অ্যাপ থেকে প্রতিটি ট্রেনের স্টেশনগুলোতে ট্রেন থামার সময় ও টিকিটের প্রাপ্যতার তথ্য পাওয়া যাবে। ট্রেনের অবস্থান, ট্রেন রুট, বিরতি স্টেশন, জার্নি হিস্ট্রি জানা যাবে, করা যাবে সিট নির্ধারণ।

এ ছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনের নম্বর, খাবারের মেন্যু ও মূল্য তালিকাও জানা যাবে। ভ্রমণ শেষে যাত্রী তার মতামত দিতে পারবেন।আইওএসভিত্তিক মোবাইল ফোনে অ্যাপটি তিন দিন পর পাওয়া যাবে। জাতীয় কল সেন্টারের (৩৩৩) সঙ্গে অ্যাপটি সমন্বয় করা।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেলপথ সচিব মো. মোফাজ্জেল হোসেন, রেলওয়ে মহাপরিচালক কাজী রফিকুল আলম প্রমুখ।

Bootstrap Image Preview