Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় হামলার মূল হোতা হাশিমের ১৮ স্বজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কায় হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত জাহরান হাশিমের অন্তত ১৮ জন স্বজন অভিযানে নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। শ্রীলঙ্কার পুলিশ জানায়, গত শুক্রবার এক অভিযানে হাশিমের বাবা ও দুই ভাই নিহত হয়।

এর আগে শ্রীলঙ্কার পক্ষ থেকে বলা হয়েছে ২১ এপ্রিল আত্মঘাতী হামলায় নিহত হয় হাশিম।

সিএনএনের খবরে বলা হয়েছে, জাহরান হাশিমের ১৮ স্বজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে হাশিমের এক বোন আশঙ্কা প্রকাশ করে সিএনএনকে জানায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে তার এই স্বজনরা নিহত হয়েছেন।

গত শুক্রবার হাশিমের হোমটাউনের কাছে সেইন্থামারুথুর একটি বাড়িতে অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

ওই অভিযানে নিজের শরীরে বোমা বাধিয়ে বিস্ফোরণ ঘটায়। এছাড়া অভিযানে আরো ছয় শিশু ও তিন নারী নিহত হয়। এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও তিন ব্যক্তি নিহত হয়।

হাশিমের এক স্বজন বিবিসিকে জানায়, ওই অভিযানে হাশিমের বাবা ও দুই ভাই নিহত হয়।

গত ২১ এপ্রিল তিনটি চার্চ ও চারটি অভিজাত হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ শতাধিক। এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক অভিযানে নেমেছে। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Bootstrap Image Preview