Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে সাত দফা লোকসভা নির্বাচনের আজ সোমবার চতুর্থ দফা ভোট চলছে। কলকাতার প্রখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় এবার পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। আনন্দবাজার পত্রিকার।

ভোটে কারচুপির খবর পেয়ে কেন্দ্রে গিয়ে হামলার শিকার হয়েছেন এ বিজেপি প্রার্থী। এ সময় তার গাড়িও ব্যাপক ভাঙচুর করা হয়।

বাবুল সুপ্রিয় বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আমাকে আটকে রাখার চেষ্টা করেছে। তারা আমার গাড়ি ভাঙচুর করেছে। কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমি সব বুথ ঘুরে দেখব।

আসানসোলের বারাবনিতে সকাল থেকেই বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তেজনা চলছিল। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বিজেপির অভিযোগ, বারাবনির ওই ভোটকেন্দ্রে তাদের এজেন্টকে বের করে দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

এ সময় তৃণমূলকর্মীরা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সরিয়ে নেন।

প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচন চলছে। সাত ধাপের এ নির্বাচন শেষ হবে ১৯ মে। ফল ঘোষণা করা হবে ২৩ মে।

Bootstrap Image Preview