Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ‘ইসলামে শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ইসলামে শিক্ষাদান পদ্ধতি ও স্কাউটিংয়ে শিক্ষাদান পদ্ধতিঃ একটি সামঞ্জস্যতা পর্যালোচনা' শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. লোকমান হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকি।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. রাশেদুজ্জামান, অধ্যাপক ড. ওয়ালীউল্লাহ, অধ্যাপক ড. মঈনুল হক, অধ্যাপক ড. আশরাফুল আলম ও অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান প্রমুখ।

আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকির তত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি এইচ ডি গবেষক ঈসা মোহাম্মাদ। পিএইচডি গবেষণার শিরোনাম ছিল ইসলাম ও স্কাউটিংয়ে শিক্ষাদান পদ্ধতির তুলনামূলক পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়।

Bootstrap Image Preview