Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানসিক ভারসাম্যহীনকে হাসপাতালে নিতে ১ কিলোমিটার ট্রেন পেছালেন চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে প্রায় এক কিলোমিটার রাস্তা পিছনের দিকে চললো যাত্রীবাহী একটি ট্রেন। শুক্রবার ভারতের রাজস্থানের অতরু-সালপুরা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

ভারতীয় একটি দৈনিক বলছে, কোটা-বীনা এক্সপ্রেস নামের একটি ট্রেনে মানসিক ভারসাম্য হীন ভাই রাজেন্দ্রকে নিয়ে চেপেছিলেন বিনোদ। মাঝপথে রাজেন্দ্র ট্রেন থেকে লাফিয়ে পড়েন। ভাইকে বাঁচাতে বিনোদও ট্রেন থেকে ঝাঁপ দেন। তাদের সঙ্গে ছিলেন সুরেশ বর্মা নামের এক চাচাতো ভাই।

তিনি জানান, রাজেন্দ্র বর্মা মধ্যপ্রদেশে শ্রমিকের কাজ করতেন। গত পাঁচদিন ধরে তার মানসিক অবস্থা ভাল ছিল না। গত ২৪ এপ্রিল ভাইকে নিতে সুরেশ এবং বিনোদ মধ্যপ্রদেশের শিকার জেলায় যান। সেখান থেকে জয়পুরগামী ট্রেন ধরেন তারা।

২৫ এপ্রিল ভোর সাড়ে ৩টার দিকে অশোকনগর স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রাজেন্দ্র। ভাইকে ধরতে চেইন টেনে ট্রেন থামান তারা। এজন্য অশোকনগর রেলপুলিশ তাদের জরিমানা করে। লাফিয়ে পড়া রাজেন্দ্রকে নিয়ে সেখান থেকে আবার জয়পুরগামী ট্রেনে ওঠেন।

কিন্তু সেই ট্রেন যখন সলপুরা এলাকা দিয়ে যাচ্ছিল তখন আবারো ঝাঁপ দেন রাজেন্দ্র। তাকে ধরতে বিনোদও ট্রেন থেকে লাফিয়ে পড়েন। চলন্ত ট্রেন থেকে পড়ে দু'জনই আহত হন। রাজেন্দ্রকে ঝাঁপ দিতে দেখে ট্রেনের এক যাত্রী চেইন টেনে ট্রেন থামান।

পরে তাদের অ্যাম্বুলেন্সে পৌঁছে দিতে প্রায় এক কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যায় ট্রেনটি। আহতদের নিয়ে নিকটবর্তী স্টেশনে পৌঁছে দেয়া হয় তাদের। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে দুই ভাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

Bootstrap Image Preview