Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যানসার সারে গোমূত্রে? যা বলছে বিজ্ঞান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গোমূত্রেই নাকি সেরেছে তাঁর ব্রেস্ট ক্যানসার। সম্প্রতি এই দাবি করেছেন ভারতের ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। যদিও তাঁর ডাক্তার জানিয়েছেন যে ক্যানসার থেকে মুক্তি পেতে তিন বার অপারেশন করিয়েছেন তিনি।

তবে শুধু এই বিজেপি নেত্রী নন, গোমূত্রে ক্যানসার সারে বলে এর আগেও অনেক সময় দাবি উঠেছে। জেনে নিন এই বিষয়ে বিজ্ঞান কী বলছে।

৫০০০ বছর আগে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও চিকিত্‍সায় গোমূত্রের ব্যবহার প্রচলিত ছিল। সকালে উঠে খালি পেটে এক গ্লাস গোমূত্র পান করল ক্যানসার-সহ অনেক কঠিন অসুখ সারে বলে অনেকেরই দাবি।

তবে ভগবান মহাবীর ক্যানসার হাসপাতালে অঙ্কোলজিস্ট ডা. অসীম জানিয়েছেন, 'গোমূত্রে ক্যানসার সারার ধারণা সম্পূর্ণ ভুল। গোমূত্রে অনেক উপকারী পদার্থ রয়েছে, এটা সত্যি। তবে ক্যানসার সারানোর মত উপকরণ এর মধ্যে নেই।'

তিনি আরও জানান গোমূত্রে সোডিয়াম, পটাসিয়াম, ক্রিয়েটিনাইন, ফরফরাস থাকে। এর কোনওটির মধ্যেই ক্যানসার সারানোর ক্ষমতা নেই। তাই মাটিকে আরও ফলনশীল করে তোলার কাজে গোমূত্র অত্যন্ত উপকারী হলেও ক্যানসার সারানোর কাজে এর ব্যবহার অবিলম্বে বন্ধ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

Bootstrap Image Preview