Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২ টাকার ইফিডিন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে ১২ টাকা মূল্যের ইফিডিন ইনজেকশন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১২ টাকার এ ইনজেকশনটির সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা আছে ২৫ টাকা।

সোমবার দুপুরে শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শহরে অভিযান চালানো হয়। এ সময় অধিদফতরের এক সদস্য ক্রেতা সেজে সদর আধুনিক হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসিতে ইনজেকশনটি ক্রয় করতে যান। তখন তার কাছে এটির মূল্য দাবি করা হয় ৬০০ টাকা। দরকষাকষির পর ৫০০ টাকায় এটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। সঙ্গে সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ইনজেকশনের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জীবনরক্ষাকারী ওষুধে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে পর্যায়ক্রমে হবিগঞ্জের সব ফার্মেসিতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ফার্মেসিগুলোকে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন আমিরুল ইসলাম মাসুদ।

Bootstrap Image Preview