Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাজারে এলো বাটন ও পোর্টহীন স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাজার দখলে প্রযুক্তির নিত্যনতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবার বাটন, ছিদ্র ও পোর্টহীন স্মার্টফোন আনলো মেইজু ও ভিভো।

মেইজু জিরো নামের অত্যাধুনিক টেকনোলজির স্মার্টফোনটি তৈরি করেছে মেইজু নামের একটি চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা।

এছাড়াও একই প্রযুক্তির ফোন বাজারে এনেছে ভিভো। তাদের তৈরি ফোনের নাম ভিভো অ্যাপেক্স ২০১৯।

ফোন দুটিতে থাকছে না সিম-স্লট, বাটন, ছিদ্র বা কোনো পোর্ট। এতে নেই কোনো স্পিকারের জায়গা। চার্জিং পয়েন্টও খুঁজে পাওয়া যাবে না স্মার্টফোনের কোথাও।

Bootstrap Image Preview