Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে আজ সোমবার দুপুর ১ টায় উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ টি, বিজ্ঞান ক্লাব ১ টি ও ডেরার ১ টি মোট ১৮ টি স্টল প্রদর্শন করে। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়।

Bootstrap Image Preview