Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাদ্যে বিষক্রিয়ায় পিতা-পুত্রের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview


নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে খাদ্য বিষক্রিয়ায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের অরুন কুমার কুন্ড (৬০) ও তার ছেলে চন্দন কুমার কুন্ড (২৫)। এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার সদরের শিবগঞ্জ মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠানে রবিবার রাতে পিকনিক খাওয়ার পর নিজ বাড়িতে চলে যায় অরুন কুমার কুন্ড ও তার ছেলে চন্দন কুমার কুন্ডু। বাড়ি যাওয়ার পর পিতা-ছেলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পাতলা পায়খানা ও বমি নিয়ন্ত্রণ না হওয়ায় প্রতিবেশীরা তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রাত ১২টার দিকে অরুন কুমার কুন্ড চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। অপরদিকে ছেলে চন্দন কুমার কুন্ডর অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিসিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে সেও মারা যায়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: দেবাশীষ বিশ্বাস বলেন, প্রচন্ড বমি ও পাতলা পায়খানার কারণে এক পর্যায়ে পিতা-পুত্র দু’জনই অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তাদের ব্লাড প্রেসারের অবস্থা ভাল ছিল না। তবে, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছিলেন তারা।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গত কয়েকদিনের প্রচন্ড ভ্যাপসা গরম। অন্যদিকে এই গরমের মধ্যে পিকনিকের খাবার। তবে তিনি বলেন, খাদ্য বিষক্রিয়ার কারণে তারা মারা গেছেন। 

Bootstrap Image Preview