Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার হুজুরের ভাইয়ের সেই অস্ত্র দু’টির রহস্য উদ্ঘাটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীতে জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর বাড়ি থেকে সেই অস্ত্র দু’টি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এগুলো আসল অস্ত্র নয়, খেলনা। এ দুটি খেলনা পিস্তল নিয়েই নেয়ামতউল্লাহর তোলা একটি ছবি নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় সৃষ্টি হয়।

এ অবস্থায় ২৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজের নেতৃত্বে পাঠানটুলীতে ওই অভিযান চলে। তখন বাড়িতে নেয়ামতউল্লাহ উপস্থিত ছিলেন না।

ওসি জানান, বাড়িতে তল্লাশি করে দুটি খেলনা পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। নেয়ামতউল্লাহর হাতে ও পেছনে এ দুটি খেলনা পিস্তল ছিল। বাড়ির লোকজনও জানিয়েছে মূলত শখের বশে নেয়ামতউল্লাহ এসব ছবি তুলেছেন।

ওসি বলেন, তার পরেও আমরা বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখছি।

এর আগে ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টায় পাঠানটুলীতে একটি গার্মেন্টে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের পরেই ওই ছবিটি আসে গণমাধ্যম কর্মীদের কাছে। এ ছবি সহ সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজন এ ছবির উৎস নিয়েও তদন্তে নামেন। খোঁজ নিয়ে গেছে, ওই ছবিটি নেয়ামতউল্লাহর বাসাতেই ছিল। বাসার কয়েকটি দেয়ালে ছবিটি বাঁধাই করা ছিল।

স্থানীয়রা জানান, নেয়ামতউল্লাহ ছোট থেকেই বেশ আগ্রাসী মনোভাবের। সে এ ধরনের ছবি দেখিয়ে এলাকাতে প্রভাব বিস্তার করতো। বিভিন্ন উগ্রপন্থীদের সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ামত উল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শ’ জনের বিরুদ্ধে এইচ এন এপারেলস লিমিটেড নামের গার্মেন্টের কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে আমির উদ্দিন, মঞ্জুর রহমান, হাসানুর রহমান, ইমরান হোসেন, ফয়সাল, কাউসার, চঞ্চল, রাব্বি, শিবলু, রোমানসহ অজ্ঞাত ১৫০ জন দলবদ্ধভাবে লাঠি, লোহার রড, বল্লম, শাবল, হ্যামার নিয়ে এইচ এন এপারেলস লিমিটেডের টিনশেড বিল্ডিংয়ের প্রিন্ট ফ্যাক্টরির দেয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কারখানার ১০ লাখ টাকা ক্ষতিসাধন ছাড়াও কারখানার অভ্যন্তরে থাকা প্রিন্টিং কেমিক্যাল, প্রিন্টিং মেশিন, কিউরিং মেশিন, কার্টুন রোল সহ ১০ লাখ টাকা মূল্যের সামগ্রী লুটে নিয়ে যায়। এসময় হামলাকারীরা ফ্যাক্টরি ছেড়ে না গেলে কর্মকর্তা কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এজাহারনামীয় আসামী আমির উদ্দিন, মঞ্জুর রহমান, হাসানুর রহমান, ইমরান হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় দু’টি লঞ্চে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জৈনপুরী হুজুর এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাই সৈয়দ ইমদাদ উল্লাহ আব্বাসীসহ জামায়াত ও শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Bootstrap Image Preview