Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শৈলকুপার সেই প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে স্কুলে তালা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফৌজদারী মামলা ও দুর্নীতির অভিযোগে উত্থাপিত হওয়ায় তার অপসারণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

রবিবার (২৮ এপ্রিল) বিকালে প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে অবাঞ্চিত ঘোষণা করার পাশাপাশি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক-কর্মচারী এক সভা আহ্বান করে প্রধান শিক্ষিকাকে প্রতিরোধের ঘোষণা দেন। ক্ষুদ্ধ শিক্ষক-কর্মচারীরা প্রধান শিক্ষিকাসহ সকল শ্রেণিকক্ষ, ল্যাব ও অন্যান্য কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

শিক্ষক-কর্মচারীদের ঘোষণা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, বিদ্যালয়কে বাঁচানো ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষিকাকে অপসারণ করতে হবে। ফলে আর্থিক দুর্নীতি, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সাথে সর্বদা দুর্ব্যবহার, চাকরি থেকে শিক্ষক-কর্মচারীদের অপসরণের হুমকি, বিদ্যালয়ের শৃঙ্খলা না মানাসহ ফৌজদারী মামলার আসামি হওয়ায় প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।

এ ব্যাপারে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক তৈয়বুর রহমান খান জানান, আমি কোন ঝামেলাতে জড়াতে চাই না। বারবার মীমাংসা করে দেয়া হচ্ছে, তবুও পরক্ষণেই নানা ঘটনা ঘটছে। ইতিপূর্বে প্রধান শিক্ষিকাকে মারধরসহ তার অপসারণের দাবিতে রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, ঝিনাইদহের ৩ সিনিয়র সাংবাদিকের ছবি বিকৃতি করে ফেসবুকে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার কুরুচিপূর্ণ পোস্ট দেন। এতে ডিজিটাল নিরাপত্তা আইনে শৈলকুপার সাংবাদিক শামিম বিন সাত্তার মামলা করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আবার জামিন নেন।

Bootstrap Image Preview