Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে যৌন হয়রানি, যুবকের জিহ্বা কেটে দিলেন স্বামী

বাগাতিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাঁপানিয়া গ্রামে এক গৃহবধূকে যৌন হয়রানি করায় সোহান আলী (২২) নামের এক যুবকের জিহ্বা কেটে নিয়েছেন তার স্বামী। এই ঘটনায় পুলিশ সোহান ও গৃহবধূর স্বামী ফজলুর রহমানকে আটক করেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষ থেকে বাগাতিপাড়া থানায় অভিযোগ দিয়েছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, রবিবার রাত ৯টায় সোহান আলী প্রতিবেশী ফজলুর রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় সোহান আলী যৌন হয়রানি করলে তার জিহ্বা কেটে নেয় ওই গৃহবধূর স্বামী ফজলুর রহমান। রাতেই সোহানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, সন্ধ্যায় ওই গৃহবধূ যৌন হয়রানির ঘটনায় থানায় মামলা করেছেন। অপরদিকে জিহ্বা কেটে নেওয়ার ঘটনায় সোহান আলীর পিতা শহিদুল ইসলাম পাল্টা মামলা করেছেন। দুইটি মামলার পরিপ্রেক্ষিতে সোহান ও ফজলুকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি জিহ্বার কাটা অংশ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview